এফ আর হারিছ, বাহুবল থেকেঃ বাহুবলের পুটিজুরীতে সড়ক দুর্ঘটনায় আহত ফটিক মিয়া চিকিৎসা অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
গত রবিবার দুপুর ১২ টার দিকে মহা সড়কের পুটিজুরী বাজারে পানিউমদা থেকে শায়েস্তাগঞ্জ দ্রুতগামী মোটর সাইকেল ( সিলেট হ ১৩৫৫৭৯) পুটিজুরী ইউনিয়নের কুনা ডুবাঐ গ্রামের মৃত আবিদ উল্লা ( গেদন মিয়া) এর পুত্র ফটিক মিয়া (৪০) কে চাপা দিলে তিনি আহত হন।
আহত অবস্থায় প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হলে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি অজ্ঞান অবস্থায় আছেন।
তবে মোটর সাইকেলটি পুটিজুরী ইউনিয়ন অফিসে আটক থাকলেও তার চালক চুনারুঘাট উপজেলার পারকুল এলাকার বাসিন্দা ও ব্র্যাক ভৈরব শাখার ম্যানেজার মুজিবুর রহমান এখনও রয়েছেন অধরা।
৫ কন্যা ও এক পুত্র সন্তানের জনক দরিদ্র ফটিক মিয়া টাকার অভাবে ভাল চিকিৎসা করাতে পারছেন না।
তার পরিবারেও নেমে এসেছে দুর্ভিক্ষ। এ বিষয়ে হাসপাতালে থাকা আহত ফটিক মিয়ার ছোট ভাই জিলা মিয়া জানান,
এখন পর্যন্ত মোটর সাইকেলের মালিক পক্ষ কেউ তাদের কোনো সহযোগীতাতো দুরের কথা একটু খবরও নেয় নাই। তবে তার ভাই এখনও শঙ্কামুক্ত নয় বলে জানান তিনি। এতে পুটিজুরী এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।