বাহুবল,হবিগঞ্জ প্রতিনিধিঃ বাহুবলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আব্দুল মমিন(৩০) নামে একজনকে ৩০ পিচ মরণ নেশা ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে,বুধবার ১ ডিসেম্বর উপজেলার মিরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের জয়পুর গ্রামে সোলেমান ওরফে এ্যাংরাজ টেইলার্স এর ছেলে মোঃ আব্দুল মমিন(৩০) বিভিন্ন অঞ্চলে মরণ নেশা ইয়াবা বিক্রি করে আসছিলো, এমন সংবাদ পেয়ে বুধবার বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রবি উল্লা,র নেতৃত্বে উপজেলার মিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়, এসম বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে আব্দুল মমিনকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরে মোঃ রবি উল্লা বাদী হয়ে আব্দুল মমিনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আব্দুল মমিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।