নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকায়, অতিরিক্ত মূল্য নেয়ায় হযরত শাহপরান বেকারী নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত মূল্য নেয়ায় কারনে হযরত শাহপরান বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।