বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৪মে) ঈদের দিন বিকেলে উপজেলার ডুবাঐ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ডুবাঐ আব্দাকামাল (নোয়াগাঁও) গ্রামের জামিনি নাথের মেয়ে লক্ষ্মী রাণী (৪০) দীর্ঘদিন যাবত ডুবাঐ বাজারে ঝাড়ুদার হিসাবে কাজ করতেন। তিনি পিত্রালয়ে আসার পর বাবার অভাব অনটনের সংসারে আয় রোজগার কম থাকায় বাজার ঝাড়ু দিয়েই জীবিকা নির্বাহ করতেন।
গেলো ১৪ মে বিকেলে প্রয়োজনীয় কাজে বাজারে আসছিলেন লক্ষ্ম রাণী। ডুবাঐ বাজারের ঢাকা সিলেট মহাসড়কের পাশদিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি দ্রুতগ্রামী মোটরসাইকেল লক্ষ্মী রাণীকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন।
এরপর লক্ষ্মী রাণীকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলো কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে বলেন। সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মিজান মিয়াও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন