বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১২কেজি ৫শ গ্রাম গাঁজা ও নগদ ১৭ হাজার টাকা সহ আটক করেছে র্যাব ৯- বৃহস্পতিবার বিকাল প্রায় ৩টার দিকে বাহুবল উপজেলার ঢাকা সিলেট হাইওয়ে রোডের মোহনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়, আটককৃতরা হলেন,
করিমপুর বানাইত গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ জাহির মিয়া(৩৮)আরজু মিয়ার ছেলে মোঃ আলী হোসেন(৩২) ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মোঃ বাচ্চু মিয়া(৩০)।
তাদেরকে গাঁজা সহ আটক করে র্যাব শায়েস্তাগঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়, বৃহস্পতিবার ২৭মে রাতে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
তিন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।