বাহুবল প্রতিনিধিঃহ বিগঞ্জের বাহুবল উপজেলার হোসেনপুর গ্রামে পারিবারিক দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে,বুধবার ২৩ মার্চ দিবাগত গভীর রাতে উপজেলার হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের হোসেনপুর গ্রামের সত্যেন্দ্র দাসের মা,শৈলজা রাণী দাস,বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের পারিবারিক কৃষ্ণ মন্দিরে পূজা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন,বৃহস্পতিবার ২৪ মার্চ ভোরে ঘুম থেকে উঠে দেখেন কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে মন্দিরে রক্ষিত দুটি কর্তাল, পিতলের থালাবাসন, একটি ধুপদানী,বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
একই রাতে সত্যেন্দ্র দাসের প্রতিবেশী নারায়ণ চন্দ্র দাসের শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে তালা ভেঙে একটি ঘন্টা,একটি ধুপদানী, দুটি কর্তাল,দুটি পিতলের ঘটি সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।এব্যাপারে উপজেলা হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যেন্দ্র দাসের যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ইদানিং এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে, বুধবার দিবাগত গভীর রাতে আমাদের কৃষ্ণ মন্দির ও আমাদের প্রতিবেশী নারায়ণ চন্দ্র দাসের শ্রী শ্রী দুর্গা মন্দিরে চুরি সংঘটিত হয়েছে, এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।