নতুন কুড়িঁ সিলেট নিউজ রিপোর্টঃ হবিগঞ্জের বাহুবলে ভূমি সেবা সপ্তাহের ৪র্থদিনে তাৎক্ষণিক সেবা কার্যক্রমের আওতায় ৫ ঘন্টার মধ্যেই ৪ জন ভূমি মালিককে খতিয়ান প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে বাহুবল উপজেলা ভূমি অফিস।
সেবা প্রাপ্ত হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, বাহুবল প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা দত্ত, বাহুবল সদরের বাসিন্দা বলরাম ঘোষ।
তাৎক্ষণিক সেবা গ্রহণকারী বাহুবল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা সদরের বাসিন্দা সৈয়দ আব্দুল মান্নান জানান, তিনি ভূমি সেবা সপ্তাহের ৪র্থ দিন দুপুর ১২ টার দিকে বাহুবল উপজেলা ভূমি অফিসের আপনঘরের সেবাডেক্সে বাহুবল মৌজার একখণ্ড ভুমি নামজারীর জন্য ই নামজারী আবেদন করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল এর নৈপুন্যতায় অফিস স্টাফদের সহযোগিতায় বিকেল ৫ টায় নামজারী সম্পন্ন করে খতিয়ান ও ডিসিআর হস্তান্তর করা হয়েছে।
এ তাৎক্ষণিক সেবা প্রদান সম্পর্কে সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল জানান, ভূমি সেবা সপ্তাহে আমাদের প্রতিশ্রুতি ছিল ভূমি মালিকদের তাৎক্ষনিক সেবা প্রদান করার। এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
খতিয়ান হস্তান্তরকালে উপস্হিত ছিলেন উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মানিক চন্দ্র কর, নাজীর মোঃ শফিকুল ইসলাম,সার্ভেয়ার মীর মোঃ শাহীন, বাহুবল সদর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নয়ন চন্দ্র শীল, পুটিজুরীর আবুল কালাম চৌধুরী,ভূমি অফিসের কম্পিউটার অপারেটর মোঃ শামীম আহমেদ প্রমুখ।
ভুমি সেবা সপ্তাহের ৪র্থ দিনে ৭টি ইউনিয়ন ভূমি অফিসে মোট ৫১ হাজার ৫৬২ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে।
এছাড়া মোট ৩০টি নতুন নামজারি-জমাখারিজের আবেদন গ্রহণ ও ২০টি নামজারি মামলা চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। একই সাথে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন অব্যাহত আছে।