এফ আর হারিছ, বাহুবল থেকেঃ ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন বাস ( ঢাকা মেট্রো ব ১৫২০৫১) ও ঢাকা থেকে সিলেটগামী সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো উ ৪৬৭৫) এর মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ীর চালক সহ প্রায় ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকাল আড়াই টার দিকে।
এসময় প্রায় দেড় ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রচন্ড গরমের মধ্যে মহা সড়কের দুপাশে বাসে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ও বাহুবল – নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে বাহুবর মডেল থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের টিম ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মহা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এঘটনায় দুই গাড়ীর চালক সহ আহত সবাইকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অনেককে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিউজ লেখা পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি।