বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে গাছ কাটতে গিয়ে ঢাল পড়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা বাগানের শ্যাম সুন্দর নুনিয়ার ছেলে রামানুজ নুনিয়া(৫০) ও গোলাপ দাসের ছেলে লছমন দাস(৩৫) উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মাস্টার মাওলানা নুরুল আমিনের বাড়িতে দুপুর ১ টার দিকে গাছ কাটতে যান। রামানুজ নুনিয়া ও লছমন দাস দু’জন দু’দিকে গাছ কাটছিলেন।এমতাবস্থায় রামানুজ নুনিয়ার উপর গাছের ঢাল পড়ে যায়।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রামানুজ নুনিয়াকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন ৭নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী কুমার কৈরী ও রামানুজ নুনিয়ার লোকজন। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী কুমার কৈরী ও রামানুজ নুনিয়ার লোকজন জানান এটা একটি দুর্ঘটনা আমরা কোন মামলা মোকদ্দমায় জড়াতে চাই না। রামানুজ নুনিয়ার তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।