নিজস্ব প্রতিনিধিঃ বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে শ্মশান ও কালী মন্দির উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে ৫০ হাজার টাকা অনুদান এনে দিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান মেম্বার শামীম আহমেদ,
তিনি হবিগঞ্জ জেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামিলীগ এর সম্মানিত সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর কাছে শ্মশান ও কালীমন্দির উন্নয়নের জন্য আবেদন করলে জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়,
মেম্বার শামীম বুধবার মিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে শ্মশান ও কালীমন্দির উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদানের চেক কমিটির কাছে হস্তান্তর করেন।
এব্যাপারে মেম্বার শামীম আহমেদ বলেন, এখানে আমার কোন অবদান নেই, আমি শুধু আবেদন করেছি মাত্র, সব অবদান আমার প্রিয় নেতা ও আমার অভিভাবক হবিগঞ্জ জেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর।