বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের মানিকা বাজারে রাস্তার সিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। রাস্তা উচু না করেই ঢালাইয়ের প্রস্তুতি নেয়া হয়। এতে পানি জমে বাজারে আগত ও পথচারী লোকজনের চলাচলে ভোগান্তির কারণ হয়েছে।
কিন্তু উপজেলা প্রকৌশলী ও তার লোকজন এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বার থাকা সত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার কেমন করে এই অনিয়ম দুর্নীতির পথ বেছে নেয়া তা বোধগম্য নয় বলেই সচেতন মহলের মন্তব্য।
কারণ সাধারণ মানুষতো কাজের গুণগতমান পরীক্ষা বা আপত্তি করারও যৌক্তিকতা রাখেন না। অনতিবিলম্বে কাজের অনিয়ম দূরীকরণসহ বাজারে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দাবী জানিয়েছেন এলাকাবাসী।