এফ আর হারিছ, বাহুবল থেকেঃ হবিগঞ্জের বাহুবলের পুটিজুরীতে ২ কিশোর নিখোজের ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র আবুল কাশেম ( ১৬) ও একই গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র ফয়সল ( ১৮) নিখোজ হয়েছে।
গত শনিবার সন্ধায় তারা বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে না ফিরে রাত ১১ টার দিকে
( 01306 035006) এই নাম্বার দিয়ে কাশেমের বড় বোনের কাছে ফোন দিয়ে একজন লোক ৫০ হাজার টাকা মুক্তিপণ চায়, এবং তারই পাশে কাশেমের কান্নার শব্দ পেয়েছে তার বোন।
পরদিন ফয়সলের মায়ের কাছেও ৪ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।
নিখোজ ফয়সল পুটিজুরী বাজারে একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতো, আর কাশেম ৭ম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করে পড়া লেখা বাদ দিয়ে, বর্তমানে বেকার অবস্থায় রয়েছে।
পরদিন রবিবার সকালে আবার কাশেমের বোনের কাছে ফোন দিয়ে বিকাশে পূণঃরায় ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হলে রবিবার দুপুরে কাশেমের মা মনোয়ারা বেগম তার সন্তানের সন্ধান চেয়ে বাহুবল মডেল থানায় একটি জিডিএন্ট্রি করেন।
বাহুবল মডেল থানা পুলিশ নিখোজ কিশোরদের উদ্ধারে তাদের সকল কৌশল অবলম্বন করে অভিযান অভ্যাহত রেখেছেন।
এদিকে কাশেমের পরিবার সুত্রে জানা যায়, কাশেম দীর্ঘদিন যাবৎ পাবজী গেম খেলায় আশক্ত ছিল।
সে সারাক্ষণ পাবজী গেম খেলা নিয়ে ব্যাস্ত থাকতো। বিষয়টি অপহরণ, নাকি তারা নিজেরাই টাকার জন্য নাটক সাজিয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।