এফ আর হারিছ, বাহুবল থেকেঃ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে একই রাতে দুই কৃষকের ৩ টি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে।
জানা যায় ওই গ্রামে মৃত শামছুদ্দিন আহমেদের পুত্র শাহ আলমগীরের বাচুর সহ একটি গাভী গরু ও তার পাশের বাড়ির ফজলুল হকের পুত্র মোস্তফা মিয়ার একটি ষাড় গরু রাতের আধারে একদল চোল গোয়াল ঘরের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
গরু ৩ টির অনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকার মত হবে বলে জানা গেছে। অতি কষ্টে লালন করা গরুগুলো চুরি হওয়ায় দুটি কৃষক পরিবারে হাহাকার নেমে এসেছে।