এফ আর হারিছ বাহুবল থেকে: ঢাকা সিলেট মহা সড়কের পুটিজুরী বাজারে আলু ও বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক আহত হয়েছে। এ সময় মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখা হয়। গতকাল শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে মহা সড়কের পুটিজুরী বাজার লন্ডন রেস্ট হাউসের সামনে ঢাকা থেকে সিলেটগামী আলু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট ২০-৮৫০১) এবং পুটিজুরী থেকে ঢাকাগামী বালু বোঝাই ড্রাম ট্রাক ( ঢাকা মেট্রো ট ২২-৫৫৫০) মুখোমুখি সংঘর্ষ হলে দুটি ট্রাক এর সামনের অংশ দুমড়ে মুছরে যায়, এ সময় বালু বোঝাই ট্রাক এর চালক পালিয়ে গেলেও আলু বোঝাই ট্রাক এর চালক গাড়িতে আটকা পড়ে যায়। স্থানীয় জনতা দীর্ঘ ৩০/৪০ মিনিট চেষ্টা করে আটকাপড়া আলু বোঝাই ট্রাক এর চালককে উদ্ধার করতে সক্ষম হন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বাহুবল মডেল থানা পুলিশের একটি দল। গাড়িতে আটকাপড়া চালককে উদ্ধারের পর পরই পুটিজুরী বাজার ক্রস করেন স্বরাষ্ট্র মন্ত্রির একটি গাড়ি বহর। দীর্ঘ ৩০/৪০ মিনিট মহা সড়ক অবরোধ থাকার পর ওই সময় বাহুবল মডেল থানা পুলিশ মহা সড়ক থেকে অবরোধ তোলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় রাস্তার দুপাশে শত শত যান বাহন আটকা পড়ে যায়। তবে এক চালক ছাড়া আর কেউ গুরুতর আহত হয়নাই। অল্পের জন্য রক্ষা পেলেন দুই ট্রাকের চালক।