লাকসাম প্রতিনিধি: ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ফেনীর উত্তর শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ নিহত যুবকের পরিচয় জানতে পারেনি।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আলী আকবর জানান, বেলা ১১ টায় চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশন অতিক্রম করার পর জানা যায় এক যুবক ট্রেনে কাটা পড়েছেন। পরে ওই তার লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে লাকসাম জিআরপিতে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানালেন এ পুলিশ কর্মকর্তা।