এফ আর হারিছ, বাহুবল থেকেঃ ফিলিস্তিনিদের উপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত শিশু – কিশোর সহ প্রায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫/১৬শ’ জন ফিলিস্থিনী। আজ শনিবার বাহুবলের পুটিজুরী বাজারে পুটিজুরী যুব সমাজের উদ্যোগে ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে ওই মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা সহ পুরো দেশজুড়ে। আজ শনিবার বাদ আসর পুটিজুরী বাজারে অনুষ্ঠিত এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে এবং ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবসিও ওই মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা ‘ফ্রিডম ফর গাজা’ এবং ‘প্রোটেক্ট প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পুটিজুরী বাজারের বিভিন্ন দিক প্রদক্ষিন শেষে মসজিদ পয়েন্টে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। কাজী মাওঃ জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও ফারুক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, তাঁতী লীগের জেলা সভাপতি ও পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোদ্দত আলী, পুটিজুরী জামে মসজিদের খতীব মাওঃ জামাল উদ্দিন মুন্সি, পুটিজুরী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ কামরুল ইসলাম, বিএনপি পুটিজুরী ইউনিয়ন সভাপতি খন্দকার আমজাদ হোসেন হারিছ, ছাত্রলীগ সভাপতি মোঃ রমজান আলী প্রমুখ।